সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহঃ-
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে রংপুর জোনের ৩৬৫৯ টি মৌজার জরিপ কর্মসূচীভূক্ত করা হয়েছে। উক্ত মৌজা সমূহের মধ্যে ৩৪৯৮ টি মৌজা হস্তান্তর করা হয়েছে।
এছাড়া গঙ্গাচড়া উপজেলার নোহালী/৭৪, চর নোহালী/৭৫ ও বাগডহড়া/৭৬ মৌজা ০৩ (তিন) টির আপত্তি শুনানী চলমান।
লালমনিরহাট সদর, কালীগঞ্জ, আদিতমারী, হাতীবান্ধা, পাটগ্রাম, বদরগঞ্জ, তারাগঞ্জ, কাউনিয়া, সৈয়দপুর, নীলকামারী সদর, চররাজীবপুর, রৌমারী, চিলমারী, সাদুল্যাপুর উপজেলার সকল মৌজার জরিপ সমাপনান্তে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস